Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার ঐতিহ্য

১। ইয়ামেন হতে আগত প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহজালাল(র:) এর ৩৬০ জন সাহাবীর অন্যতম হযরত শাহ সৈয়দ গেছুদারাজ (র:)  প্রকাশ্যে  শাহপীর কল্লা শহীদ(র:) এর মাজার শরীফ খড়মপুর।
২। বৃটিশ শাসনামলে নির্মিত আসাম বেঙ্গল রেলওয়ের পূর্ববঙ্গের রেল যোগাযোগের নাভীমূল বলে খ্যাত আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন।
৩। ত্রিপুরা রাজ্যের জমিদার মহারাজা কর্তৃক  খননকৃত গঙ্গাসাগর নামীয় বিশাল দীঘির পাড়ে অবস্থিত জমিদারীরর রাজকাচারী।
৪। বৃটিশ-ভারতের পূর্ববঙ্গের প্রবেশদ্বার বর্তমান বাংলামেশ-ভারতের(ত্রিপুরা রাজ্য) সীমান্তে অবস্থিত আখাউড়া স্থল বন্দর।
৫। ১৯৭১ সনে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শুরুতেই এপ্রিল/৭১ মাসে গঙ্গাসাগরস্থ হাওড়া নদীর পাড়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধে বহু পাক হানাদার সেনাকে হতাহত করে অসাধারণ কৃতিত্বের সাথে যুদ্ধ করে শাহাদাৎ বরণকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা  কামালের স্মৃতি সৌধ, দরুইন,মোগড়া।