Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

১। তিতাস নদীঃ হাজার বছর ধরে এতদাঞ্চলের শিল্প সংস্কৃতির বাহক তিতাস নদী উত্তরে সরাইল উপজেলার আজবপুর নামকস্থানে মেঘনা নদী হতে উৎপত্তি হয়ে সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার শাহাবাজপুর ব্রাহ্মণবাড়িয়ার বুক বেয়ে আখাউড়া হয়ে ধরখার উজানিসার পেরিয়ে নবীনগর উপজেলার ময়দাগজ্ঞ নামক স্থানে পুনরায় মেঘনা নদীর সাথে মিলিত হয়। কাল প্রবাহে বর্তমানে এ নদীটি মৃতপ্রায়।
২। হাওড়া নদীঃ এটি মুলত ভারতের ত্রিপুরা রাজ্য ভিত্তিক ইকটি নদী যা পূর্বে ত্রিপুরা পাহাড়িয়া এলাকা হতে নেমে এসে আগরতলা শহর হয়ে মোগড়া ইউনিয়নের  সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে গঙ্গাসাগর হয়ে ধরখার ইউনিয়নের উপর দিয়ে উজানিসার নামক স্থানে তিতাস নদীর  সাথে যুক্ত হয়।
৩। বিজনা নদীঃ এটিও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহায়িড়া অঞ্চল হতে উৎপত্তি। ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের উপর দিয়ে তিতাস নদীতে মিলিত হয়।
৪। সাইন্দারা নদীঃ এটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় হতে নেমে এসে রাজ্যের রাজধানী আগরতলার বুক চিরে  আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং আখাউড়া পৌর এলাকায় অবস্থিত খড়মপুর মাজার শরীফের সম্মুখ দিয়ে তিতাস নদীতে মিলিত হয়। এ নদীটি বর্তমানে মৃত প্রায়।