তৎকালীন বৃটিশ আমল হতে আখাউড়ার ৫টি ইউনিয়ন নিয়ে কসবা থানার অন্তর্গত ছিল এবং একটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হত। স্বাধীনতাত্তোরকালে ২০.০৬.১৯৭৬ খ্রিঃ তারিখে ১. মনিয়ন্দ, ২. ধরখার ৩. মোগড়া, ৪. আখাউড়া (উ:) ও ৫. আখাউড়া(দ:) ইউনিয়ন পরিষদ নিয়ে আখাউড়া প্রশাসনিক থানা হিসেবে প্রতিস্ঠিত হয়। অত:পর ১৯৮৩ সনে তৎকালীন সরকারের প্রশাসন বিকেন্দ্রিকরণের অংশ হিসেবে ১৪.০৯.১৯৮৩খ্রিঃ তারিখে উপজেলায় উন্নীত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস